logo

BAIRGACHI J.A. SHIKSHA MISSION (H.S.)

 বৈরগাছি জে.এ. শিক্ষা মিশন (উঃ মাঃ) 

বৈরগাছি, বৈরগাছি, গাজল, মালদা, ৭৩২১০২

স্থাপিত - ২০১১

প্রবেশিকা পরীক্ষার সিলেবাস - 2024

 

              

  • অঙ্কুর:

        ১) মৌখিক পরীক্ষা নেওয়া হবে

        ২) পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দেওয়া হবে। 

            ৩) বাচ্চার মানসিক দক্ষতা দেখা হবে যেমন বাবা- মায়ের নাম কি, বাড়ি কোথায় ইত্যাদি

 

  • নার্সারি: 

        বাংলা- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ  অর্থাৎ 'অ' থেকে 'ঁ'(চন্দ্রবিন্দু) পর্যন্ত এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা বর্ণ বসিয়ে শব্দ তৈরি ফাঁকা স্থানের আগে,পরে ও মাঝে বর্ণ বসিয়া শূন্যস্থান পূরণ

        ইংরেজি- বড় ও ছোট হাতের লেটার ফাঁকা স্থানের আগে,পরে ও মাঝে লেটার বসানো হারিয়ে যাওয়া লেটার বসিয়ে শব্দ তৈরি যেমন–  C — T        

        গণিত - ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা লেখতে পারা ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা বানান শূন্যস্থানে আগে,পরে ও মাঝে সংখ্যা বাসানো

        সাধারণ জ্ঞান জাতীয় পশু,পাখি,বাঘের নাম ফলের আকার ও রং ছোট-বড় ধারণা

 

  • প্রথম শ্রেণি: 

        বাংলা - এলোমেলো বর্ণ থেকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বেছে নিয়ে লেখা -কার ও ই-কার যোগে শব্দ তৈরিশূন্যস্থান পূরণ এলোমেলো বর্ণ দিয়ে সঠিক শব্দ তৈরিস্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ  দিয়ে শব্দ তৈরি( যেমন ই দিয়ে ইট)

        ইংরেজি- ওয়ার্ডের মধ্য থেকে Vowel ও consonant বেছে নিয়ে লেখা এলোমেলো লেটার দিয়ে ওয়ার্ড তৈরি যেমন- naf দিয়ে fan সঠিক লেটার বসিয়া শূন্যস্থান পূরণ A এবং An-এর ব্যবহার

        গণিত- ১ থেকে ২০ সংখ্যার বানান ২ ও ৩-এর ঘরের নামতা বড় ও ছোট সংখ্যার ধারণাসাধারণ যোগ ও বিয়োগের ধারণা

        সাধারণ জ্ঞান- সম্পর্কের ধারণা যেমন-মায়ের বোনকে কী বলে? পরিচিত কয়েকটি ফুল, ফল, পশু ও পাখির নাম ও বিশেষ পরিচিতি যেমন-দর্জি পাখি কাকে বলে

 

  • দ্বিতীয় শ্রেণি:

        বাংলা(১০)-- এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি,বাক্য রচনা, শূন্যস্থান পূরণ,কবিতা লেখো

        ইংরেজি(১৫)-- Making Word (শব্দ গঠন), লেটার পরিচয়, ইংরেজি শব্দের বাংলা অর্থ লেখো, Vowel ও Consonant -এর পরিচয় এবং A, An এর ব্যবহার

        গণিত(১৫)- সংখ্যায় ও কথায় লেখ, যোগ-বিয়োগ-গুন-ভাগ, নামতা ২০ ঘর পর্যন্ত, জোড় বিজোড় সংখ্যা ধারণা, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাও, সরল অংকের ধারণা

        সাধারণ জ্ঞান(১০)-- প্রথম শ্রেণির সাধারণ জ্ঞান ও ব্যক্তিগত পরিচয়

 

  • তৃতীয় শ্রেণি:

        বাংলা(১০)- বর্ণপরিচয়, অর্থ, বিপরীত শব্দ, এলোমেলো বর্ণ যোগে শব্দ তৈরি, শব্দ গঠন, কবি ও কবিতার নাম

        ইংরেজি(১৫)-- Vowel and consonant, opposite word, use of A, An, The, English to Bengali meaning.

       গণিত (১৫)- গুন,ভাগ,সরল, ভগ্নাংশ, জ্যামিতির ধারণা,রেখা ও ত্রিভুজ

        বিবিধ(১০)-- ইতিহাস, ভূগোল ও পশ্চিমবঙ্গ পরিচয়

 

  • চতুর্থ শ্রেণি:

        বাংলা (১০)- বিপরীত শব্দ, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, সমার্থক শব্দ,  বাক্য রচনা

        ইংরেজি(১৫)- opposite word, use of A, An, The & Am, is, are, Gender, Arranging to make meaningful word.

        গণিত(১৫)- গুন,ভাগ,সরল, ভগ্নাংশ, জ্যামিতির ধারণা,রেখা ও ত্রিভুজ

        বিবিধ(১০)- ইতিহাস,ভূগোল,বিজ্ঞান ও খেলাধুলা

 

  • পঞ্চম শ্রেণি:

        বাংলা(১০)- ধ্বনি ও বর্ণ, বর্ণ বিশ্লেষণ, স্বরসন্ধি, সমর্থক শব্দ,বিপরীত শব্দ,এক কথায় প্রকাশ, লিঙ্গ পরিবর্তন ও সমোচ্চারিত শব্দ

        ইংরেজি(১৫)- Parts of Speech, Change the Number & Gender use of Articles & preposition, Present Tense.

        গণিত(১৫)- চতুর্থ শ্রেণির উপযোগী অঙ্ক

        বিবিধ(১০)- ইতিহাস, ভূগোল,সাম্প্রতিক ঘটনাবলী ও খেলাধুলা

 

  • ষষ্ঠ শ্রেণি :

        বাংলা (১০)-- বর্ণ বিশ্লেষণ, শব্দ গঠন,পদ পরিচয় ও পরিবর্তন, স্বরসন্ধি,বাক্য রচনা,সমোচ্চারিত শব্দ,শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ ও লিঙ্গ পরিবর্তন

       ইংরেজি(১৫)--Parts of Speech,Change the Number & Gender use of Articles & preposition, Past Tense, Cries of animals.

       গণিত (১০)- 'আমার গণিত' ( পঞ্চম শ্রেণি) সম্পূর্ণ বই

       বিবিধ : আমাদের পরিবেশ( পঞ্চম শ্রেণি) সাম্প্রতিক ঘটনাবলী ও খেলাধুলা

 

  • সপ্তম শ্রেণি:

        বাংলা(১০)- বর্ণ বিশ্লেষণ, শব্দ গঠন, পদ পরিচয় ও পরিবর্তন, ব্যঞ্জন সন্ধি, সরল জটিল ও যৌগিক বাক্য, সমোচ্চারিত শব্দ, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ ও লিঙ্গ পরিবর্তন

        ইংরেজি(১৫)-Parts of Speech,Change the Number & Gender use of Articles & preposition, Past and future Tense, Cries of animals, Voice change, Different kinds of nouns.

        গণিত (১৫)- 'গণিত প্রভা'( ষষ্ঠ শ্রেণি ) সম্পূর্ণ বই

       বিবিধ(১০)- ইতিহাস,ভূগোল,বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী ও খেলাধুলা

 

  • অষ্টম শ্রেণি:

         বাংলা(১০)- খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ,তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, বাংলা বানান, কারক, এক কথায় প্রকাশ,  বাগধারা

        ইংরেজি(১৫)-Reading comprehension- unseen, Types of sentences, Articles, Prepositions,Tense,Voice change,Narration change,Synonyms,Antonyms, prefixes and suffixes.

        গণিত(১৫)- ' গণিতপ্রভা'( সপ্তম শ্রেণি ) সম্পূর্ণ বই

        বিবিধ(১০)- সপ্তম শ্রেণির( মধ্যশিক্ষা পর্ষদ) -এর ইতিহাস,ভূগোল,বিজ্ঞান,সাম্প্রতিক ঘটনাবলী ও খেলাধুলা

 

  • নবম শ্রেণি:

         বাংলা(১০)- ব্যাকরণ: ক) দল খ) ধ্বনি পরিবর্তনের ধারা গ) বাক্য পরিবর্তন ঘ) সমাস ঙ) একই শব্দের একাধিক অর্থের প্রয়োগ

         English(১৫)- 1.Reading comprehension- unseen

                2. Grammar & vocabulary:

A) Grammar: i) uses of articles and prepositions    ii) Tenses in details   iii) Voice change iv) Narration change   v) kinds of sentences: simple,Complex and compound    vi) Group verbs     vii) Degree of comparison of adjectives and adverbs   viii) joining of sentences

                B) vocabulary: i) Synonyms ii) Antonyms iii) Prefixes and Suffixes

        গণিত(১৫)- গণিতপ্রভা( অষ্টম শ্রেণি) সম্পূর্ণ বই

        বিবিধ (১০)- অষ্টম শ্রেণির( মধ্যশিক্ষা পর্ষদ )-এর ইতিহাস,ভূগোল,বিজ্ঞান,সাম্প্রতিক ঘটনাবলী, খেলাধুলা, মানসিক পারদর্শিতা সম্পর্কিত সাধারণ জ্ঞান ইত্যাদি

 

 

     GO TO APPLICATIONS PAGE